গতকাল বুধবার তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার মিল্টন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে টপটেন ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ৯০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে এবং কারখানা মালিককে ১,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়েছে। এছাড়া, অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৫০ টি বাড়ীর আনুমানিক ১৭০ টি ডাবল বার্নার ও অনুমোদন অতিরিক্ত স্থাপনার ৩ টি সংযোগের ৯ ডাবল বার্নার এবং গ্যাস সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় ০১ টি সহ মোট ১৮০টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ৩৩০ ফুট লাইন পাইপ ও ০৪টি রেগুলেটর এবং ১০টি লক উইং ককের বডি অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। একই দিনে, জনাব হাসিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ -আড়াইহাজার আওতাধীন বড় বিনাইরচর (মাদ্রাসার বিপরীতে) এবং বড় বিনাইরচর, (উত্তর পাড়া) আড়াইহাজার, নারায়ণগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০৩টি স্পটের আনুমানিক ৩.৫ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৮০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ১৮৫ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।এছাড়া, পেট্রোবাংলার ৫নং টিমসহ জোবিঅ-নেত্রকোণায় অবৈধ গ্যাস ব্যবহারের কারণে বিচ্ছিন্ন গ্যাস সংযোগসমূহ পরিদর্শন করা হলেও কোন অনিয়ম পাওয়া যায়নি। তবে আশপাশে পরিদর্শনকালে অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ১টি আবাসিক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৬ মে ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৫টি শিল্প, ২১৩টি বাণিজ্যিক ও ৩৯,৪৯৮টি আবাসিকসহ মোট ৩৯,৯৬৬ টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৬,৯৮০টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৭৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।