আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (আইজিপি) খান মো. আবদুল মান্নান ও তার স্ত্রী শাকিলা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিম শামসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সাব-রেজিস্ট্রার নিয়োগ বদলি, কয়েকশ নকলনবিশ নিয়োগ ও কয়েক হাজার দলিল লেখকের লাইসেন্স বিক্রির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজে ব্যাঘাত ঘটবে বলা হয়। ২০১২ সালের ১৫ মার্চ নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ জেলা জজ খান মো. আবদুল মান্নান।

সাবেক ডেপুটি স্পিকারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিম শামসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। তাতে বলা হয়, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকা-ে যুক্ত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক। তিনি জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে।