কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ। একটি সুত্র জানিয়েছে, কোলকাতায় পলাতক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অপর একটি সুত্র জানিয়েছে, হাসপাতালে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বিশেষ ব্যবস্থায় একটি বাসায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে দায়িত্বশীল সুত্র এ খবরটি নিশ্চিত করতে পারেনি।