রয়টার্স, সিবিসি নিউজ : অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় উৎসবে নির্বিচারে গুলি চালানোর প্রতিক্রিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। শিগগিরই সাধারণ মানুষের কাছে থাকা আগ্নেয়াস্ত্র রাষ্ট্রীয় পর্যায়ে কিনে নেওয়া শুরু হবে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে হাজারো আগ্নেয়াস্ত্র সংগ্রহের পর ধ্বংস করা হবে। ১৯৯৬ সালে তাসমানিয়ার পোর্ট আর্থারে নির্বিচারে গুলি চালিয়ে ৩৫ জনকে হত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সে বার সহিংসতা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ জারি করা হয়েছিল। এবারও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার ইহুদি উৎসব হানুকা উদ্যাপনের প্রথম দিন দুই বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত ও বহু মানুষ আহত হন। ঘটনাস্থলে নিহত ৫০ বছর বয়সি এক বন্দুকধারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং তার নামে ছয়টি অস্ত্র নিবন্ধিত ছিল, যা আইন সংস্কারের দাবি জোরালো করেছে। আরেক হামলাকারী হাসপাতালে আহত অবস্থায় রয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারী দুজনই মুসলিম সম্প্রদায়ের সদস্য এবং আইএস সন্ত্রাসী গোষ্ঠী অনুপ্রাণিত।
শুক্রবারের ঘোষণায় আলবানিজ বলেন, বন্ডি সৈকতে হামলার ঘটনায় সাধারণের কাছ থেকে অস্ত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা প্রমাণ করেছে।
আলবানিজ জানান, বর্তমানে দেশটিতে আনুমানিক ৪০ লাখ আগ্নেয়াস্ত্র রয়েছে। নতুন কর্মসূচিতে উদ্বৃত্ত, নবনিষিদ্ধ ও বেআইনি অস্ত্র লক্ষ্যবস্তু হবে এবং এই পুরো প্রক্রিয়ার ব্যয় ফেডারেল ও অঙ্গরাজ্য সরকার ভাগ করে নেবে।