প্রতিবেশী দেশ ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচ জানায়, মোমবাতি হাতে এক বৃদ্ধার দুটি ছবি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, শতবর্ষী এই নারী ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, ছবিতে দেখানো এই নারীর নাম মায়া রাণি চক্রবর্তী, যার বয়স ৯০ বছর। গত বছরের ৯ আগস্ট কলকাতার আর জি কর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৌমিতা দেবনাথ নামের একজন নারী চিকিৎসককে গণধর্ষণের পর হত্যা করা হয়।