ঢাকাস্থ কাউনিয়া উপজেলা সমিতির (ঢাকাউস) উদ্যোগে এক বর্ণাঢ্য ‘গেট টুগেদার উইথ গ্র্যান্ড ডিনার’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে যয়তুন রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় বসবাসকারী বিভিন্ন পেশার প্রায় দুই শতাধিক কাউনিয়ার নাগরিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাউসের সভাপতি অ্যাডভোকেট বাবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

ঢাকাউসের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মিলন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম। সংগঠনের কাঠামো ও কার্যক্রম উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম (মিঠু)।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে কাউনিয়ার শহীদ আ. লতিফের স্ত্রী ও জুলাই যোদ্ধা সৌরভ ইসলাম।
বক্তব্য রাখেন ঢাকাউসের সহ-সভাপতি ডাঃ জহির উদ্দিন মোঃ বাবর, ইঞ্জিনিয়ার রওশন আলী, উপদেষ্টা যথাক্রমে শরাফত হোসেন জন, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোতাহার হোসেন, জামাল উদ্দিন প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শহীদার রহমান শহীদ, আইন সম্পাদক অ্যাডভোকেট আতিক আশরাফ, অর্থ সম্পাদক এম এ মানিক পাটোয়ারী, অফিস সম্পাদক আক্তারুজ্জামান আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক রহিমা খাতুন, প্রচার ও মিডিয়া সম্পাদক খায়রুন নাহার মিল্কী, আমসার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাহ আলম প্রমূখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ঢাকা কলেজের শিক্ষার্থী দীপ্ত বর্মন (অনুপ) বলেন, “অনুষ্ঠানে এসে মনে হচ্ছে কাউনিয়ায় চলে এসেছি। অনেকদিন পর অনেকের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “এলাকার অনেকের সঙ্গে দেখা হচ্ছে, যেন এক উৎসবমুখর পরিবেশ।”
ইঞ্জিনিয়ার মাহফুজুল ইসলাম শিবলী বলেন, “বছরে অন্তত দুইবার এমন আয়োজন হওয়া উচিত। শীতকালে আবারও এমন আয়োজন হলে খুব ভালো হয়।”
পারভিন আক্তার জানান, “দীর্ঘদিন ঢাকায় থেকেও এমন আয়োজন এবারই প্রথম। পরিচিতজনদের একসাথে পেয়ে খুব ভালো লাগছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।”

অনুষ্ঠানের মূল পর্বসমূহ ছিলঃ
পরিচিতি পর্ব ও মতবিনিময়
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া
অতিথিদের বক্তব্য
গ্র্যান্ড ডিনার
ফটোসেশন এবং সাংস্কৃতিক পরিবেশনা

সমাপনি বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি এ্যাড. বাবর আলী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।