আজ ০৭ আগস্ট শিউলিমালা একাডেমি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে আয়োজিত হয়েছে ’সভ্যতার বিনির্মাণে ভাষার ভূমিকা’ শীর্ষক প্যানেল ডিসকাশন।

528378752_771918258521270_3102263361594629653_n

সভ্যতার ইতিহাস মানেই ভাষার বিকাশের ইতিহাস। ভাষা শুধু ভাবপ্রকাশের মাধ্যম নয়, বরং একটি জাতির চেতনা, আত্মপরিচয় ও সাংস্কৃতিক অবয়ব গঠনের মৌলিক উপাদান। ইতিহাসে যেসব সভ্যতা নিজস্ব ভাষার মর্যাদা ও পরিশীলন ধরে রাখতে পেরেছে, তারাই জ্ঞান, দর্শন ও নৈতিক নেতৃত্বে অগ্রণী হয়েছে।

528973213_771919241854505_995149560542294534_n

এই প্রেক্ষাপটকে সামনে রেখেই আয়োজিত হয়েছে প্যানেল ডিসকাশন, যেখানে ভাষা ও সভ্যতার সম্পর্ক, সাংস্কৃতিক বিকাশে ভাষার ভূমিকাসহ বহু দিক নিয়ে আলোচনা করেছেন দেশবরেণ্য চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ।

শিউলিমালা একাডেমির প্রেসিডেন্ট নাজিয়া তাসনীমের উদ্বোধনী বক্তব্যের পর প্রবন্ধ পাঠ করেছেন তরুণ ঔপন্যাসিক ও গবেষক মিমি বিনতে ওয়ালিদ।
প্যানেল আলোচক ছিলেন গবেষক ও লেখক মাওলানা ইফতেখার জামিল এবং বিশিষ্ট লেখিকা ও সাহিত্যিক অধ্যাপক গুলশান আরা। এছাড়াও উপস্থিত ছিলেন শিউলিমালা একাডেমির সাবেক প্রেসিডেন্ট মুহছিনা বিনতে মুসলিম।

প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এবং বক্তব্য দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম।