বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহাম্মদপুর থানা দক্ষিণ শাখার উদ্যোগে গতকাল সোমবার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অহিদির রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইন। বক্তৃতায় মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও শ্রমিকবান্ধব সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করা আমাদের অন্যতম অঙ্গীকার।
তিনি আরও বলেন, দেশে স্থায়ী রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠার জন্য গণঅভ্যুত্থান-পরবর্তী যে জুলাই সনদ প্রকাশ করা হয়েছে, সেই সনদের আইনি ভিত্তিকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদ কেবল একটি ঘোষণাপত্র নয়; বরং এটি ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জাতীয় ঐকমত্যের দলিল। কিন্তু দুঃখজনকভাবে সরকার এখনো কোনো অদৃশ্য শক্তির ভয়ে এই সনদকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে অনীহা প্রকাশ করছেÑএটি জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।
তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের মতামতের যথার্থ প্রতিফলন ঘটাতে হলে অবশ্যই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে একটি রাজনৈতিক দল সংসদে যত ভোট পাবে, তার অনুপাতে আসন পাবে। এতে বড় দলগুলোর একচেটিয়া আধিপত্য ও স্বৈরাচারী রাজনীতির অবসান ঘটবে। ছোট-বড় সব দলের মতামত সংসদে প্রতিফলিত হবে এবং জাতীয় ঐক্য ও সংলাপের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। মোবারক হোসাইন আরও বলেন, শ্রমিকশ্রেণির অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হবে না। শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে ইসলামের ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ছাড়া বিকল্প নেই। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর অঞ্চল টিম সদস্য প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, থানা পশ্চিম জামায়াতের শূরা সদস্য রুহুল আমীন, সাইফুর রহমান ও তাইয়্যেবুর রহমান, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, শ্রমিক কল্যাণ জোন সদস্য মোঃ মনতাজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।