দুর্নীতি দমনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড। শুক্রবার (৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক) ও থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন (এনএসিসি) এ চুক্তি স্বাক্ষর করে। এ সময় দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ও এনএসসিসির সভাপতি সুচার্ট ট্রাকুলকাসেমসুক নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সরাসরি সহযোগিতা বাড়বে। বাংলাদেশ ও থাইল্যান্ড দুর্নীতি প্রতিরোধে একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করবে। যৌথ প্রকল্প গ্রহণ, অংশীদারি সমীক্ষা এবং প্রয়োজনে দুর্নীতি প্রতিরোধ ও দমনের ক্ষেত্রে অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রম চালাবে।