রাজধানী ঢাকায় গত ১২ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবার ভোর থেকেই রাজধানীতে নামে মুষলধারে বৃষ্টি। সকাল পেরোতেই বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে যায় পানি। রাস্তায় পানি থাকায় যান চলাচলে তৈরি হয় জটলা। কোথাও কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও তার চেয়েও বেশি। এতে বেশি দুর্ভোগ পোহাতে হয় স্কুল, কলেজ এবং অফিসগামী মানুষকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন রাজধানীর মালিবাগ, মৌচাক, রাজারবাগ, মুগদা, বাসাবো, খিলগাঁও এলাকার মানুষ। এছাড়া পুরান ঢাকার বংশাল, নাজিরাবাজার, চকবাজারেও পানিবদ্ধতা দেখা দেয়। এদিকে, বংশালে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বেকারি কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণও। বজ্রসহ বৃষ্টির সময় দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিন রাজধানীর রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে গুলিস্তান ফুলবাড়িয়া, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাকসহ বেশিরভাগ এলাকার রাস্তায় হাঁটু-সমান পানি জমে যায়। সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মনিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট ও জিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও আবার কোমর সমান।

পথচারী জিসান জানান, পুরান ঢাকায় অল্প বৃষ্টি হলেই নাজিরা বাজার এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল সারারাত বৃষ্টিতে এলাকায় পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে।

একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা কেয়া সরকার বলেন, ‘আমার প্রতিদিন অফিসে যেতে সময় লাগে ২০-২৫ মিনিট। সেখানে আজ এক ঘণ্টার বেশি সময় লেগেছে। কাকরাইল থেকে মৌচাক অবধি বাসে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন আমি কোনো নদীর উপর দিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, ‘এর মধ্যে শান্তিনগর মোড় এলাকায় পৌঁছালে দেখি মালামালসহ একটি ভ্যানগাড়ি পানির মধ্যে পড়ে গেছে। পানির কারণে রাস্তার গর্ত বুঝতে পারেনি ভ্যানচালক। এতে আবার বেঁধে যায় জ্যাম।

রাজধানীর এই সমস্যাকে অনেক রসিকতার সুরে ফুটিয়ে তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তুলি নামে এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লেখেন, ‘সাড়ে ৮টায় ক্লাস। ঘুম থেকে উঠে দেখি দ্বীপের মধ্যে ভাসছি, হল ভর্তি পানি। কোনোমতে সাঁতরে বের হলাম। নিউমার্কেটের সামনে গিয়ে দেখি সাঁতরেও পার হওয়া সম্ভব না। রিকশাওয়ালাদের পায়ে ধরা বাকি ছিল শুধু, তবুও আসবে না। একজন রাজি হলো, সরাসরি না করতে কষ্ট হচ্ছিল বিধায় ভাড়া চাইলেন ২০০ টাকা। নানা ভোগান্তি পোহানোর পর সাড়ে ৮টার ক্লাসে পৌঁছাতে তার বেজে যায় সকাল ৯টা ১৮ মিনিট।

আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই আজ বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টি হচ্ছে। তবে উপকূলে বৃষ্টি বেশি হচ্ছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আজ মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।

রাজধানীতে সড়কে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু : ঢাকার বংশালের নাজিরা বাজারের চৌরাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মো. আমিন নামে ৩০ বছর বয়সি ওই যুবক সাইকেল চালিয়ে যাচ্ছিলেন; তিনি স্থানীয় একটি বেকারির কর্মচারী ছিলেন। আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়, তার বাবার নাম মো. বাদশা মিয়া।

বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনার পর স্থানীয়রা আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থলে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রয়েছে কী না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারীদের বরাতে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সাইকেল নিয়ে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। বৃষ্টিতে রাস্তায় পানি জমে ছিল। চলা অবস্থায় সাইকেলসহ পানিতে পড়ে গেলে স্থানীয় কয়েকজন তাকে বাঁশ দিয়ে টেনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের পাশেই একটি বিদ্যুতের খুঁটি রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে খুঁটি থেকে নাকি অন্য কোনোভাবে বিদ্যুতায়িত হয়েছেন ওই যুবক, সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য আমিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।