ইসলামিক এডুকেশন সোসাইটি কতৃক আয়োজিত বিশিষ্ট আলেমেদ্বীন, হাজারো আলেমের ওস্তাজ, শাইখুল হাদিস, সাবেক তামিরুল মিল্লাত কামিল মাদরাসার উপাধ্যক্ষ, ইসলামিক এডুকেশন সোসাইটির রিসার্চ স্কলার ও সোসাইটি মসজিদের খতিব আল্লামা শফিক উল্লাহ মাদানী রহমাতুল্লাহ এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল রোববার বাদ মাগরিব আইইএস মসজিদে অনুষ্ঠিত হয়।

ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূইয়ার সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা মো: মহিববুল্লাহ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা যাইনুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক এডুকেশন সোসাইটির স্থায়ী কমিটির সদস্য আশেক আহমেদ জেবাল, আলহেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফর আহমেদ মজুমদার।

বক্তব্য রাখেন, আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় এর প্রিন্সিপাল ডক্টর সাখাওয়াত হোসাইন, সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ মঞ্জুরুল হক, বিশিষ্ট সমাজসেবক আবু বকর সিদ্দিক, সোসাইটির ক্যাম্পাস কর্মকর্তা জনাব মোস্তফা আল আসাদ, উত্তরা মডেল হেফজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল সাঈদ আহমেদ আজমি, ইসলামিক এডুকেশন সোসাইটি মসজিদের ইমাম মাওলানা সোহেল আহমেদ, দারুল আমান ইয়াতিমখানার সুপার জনাব শাহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।