বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে জেলা শহরের এক আইনজীবীর বাসা থেকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার আহ্বায়ক আরিফ তালুকদার জানান, মাহদীকে কি কারণে পুলিশ আটক করেছে এখনো তা স্পষ্ট নন। তবে পুলিশ তাকে জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জানা গেছে, ২ জানুয়ারি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আসামী ছাড়াতে গিয়ে মাহদী হাসান বানিয়াচং থানা পুড়িয়েছেন এবং এসআই সুশান্তকে মেরেছেন মর্মে স্বীকার করে পুলিশকে হুমকি দেন। এই অপরাধে তাকে আটক করা হতে পারে।