সুখী, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে যোগ্যতর হিসাবে গড়ে তুলতে অভিভাবকদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের গণমানুষের নেতা মোবারক হোসাইন।
গতকাল সোমবার সকালে রাজধানীতে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াত আয়োজিত গণভবন উচ্চ বিদ্যালয়ের সামনে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর মু. আব্দুল আউয়াল আজম, নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ শাহজাহান ও জামায়াত নেতা মোঃ সাইফুল আলম মাস্টার প্রমুখ।
মোবারক হোসাইন বলেন, দেশ-জাতির মুক্তি ও কল্যাণ এবং ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপোসহীনভাবে কাজ করে যাচ্ছে। জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা গণমুখী শিক্ষা প্রবর্তনের সাথে সাথে আদর্শিক, নৈতিক ও ইসলামী মূল্যবোধভিত্তিক এবং কর্মমুখী শিক্ষা চালু করবো। ধর্মীয় মূল্যবোধের সাথে সাথে কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তিকে পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হবে। যাতে আমাদের গৃহীত শিক্ষা দেশে যোগ্যতর ও বিশ্বমানের নাগরিক তৈরিতে সহায়ক হয়। একই সাথে আমরা দেশ থেকে বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি বেশি কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো। বিদেশে মেধা পাচার রোধে যোগ্য ও মেধাবীদের দেশে যথাযথ মর্যাদায় দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা এমন এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেকোন রাষ্ট্রই নাগরিকদের সকল সমস্যার সমাধান এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। মানুষে মানুষে কোন বৈষম্য থাকবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ আপোসহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
মিরপুর দক্ষিণ থানা জামায়াতের মাসিক রোকন বৈঠক : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর দক্ষিণ থানার শাখার মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর এডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: রাকিবুল ইসলামের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। বৈঠকে দারসুল কুরআন পেশ করেন ড. আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মিরপুর দক্ষিণ শাখার অফিস সম্পাদক রবিউল ইসলাম, থানা থানা প্রচার ও মিডিয়া সম্পাদক শাহাবুল আলম থানা তারবিয়াত ও যুব সম্পাদক আমীর হোসেন বাবলু, থানা সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম, থানা ওলামা সম্পাদক তাফাজ্জল হোসেন খান, থানা প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সাদ বিন জাফর প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।