রাজধানীর মিরপুর কালশিতে মাদক কারবরিদের গুলীতে সুমন মিজি (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তার বড় বোন লাভলী বেগমও (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। শনিবার রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সুমন মিজিকে ভর্তি দেওয়া হয় এবং ছুরিকাঘাতে আহত লাভলী বেগম চিকিৎসা শেষে চলে যান।

আহত সুমন মিরপুর কালশির ১১ নম্বর রোডের মো. মাইন উদ্দিন মিজির ছেলে। তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। আহত সুমনের স্ত্রী মাহিমা আক্তার বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কালশি আদর্শনগরের ২২তলা ভবনের পেছনে স্থানীয় সন্ত্রাসী ডাশা শরিফ, মাল্লা কবির, মশু মিয়াসহ ১৫-১৬ জন তার স্বামীকে মারধর করে। একপর্যায়ে সুমনের পেটের বাম পাশে গুলী করা হয়।

তিনি অভিযোগ করেন, মাল্লা কবির ইয়াবা কারবারি। কিছুদিন আগে সেনাবাহিনী তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার করে। ওই ঘটনায় সুমন ও তার বড় বোন লাভলীর ছেলে সেনাবাহিনীকে তথ্য দিয়েছিল বলে সন্দেহ করে আসছিল সন্ত্রাসীরা। এর জের ধরে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। শনিবার রাতে ওই সন্ত্রাসীরা প্রথমে আমাকে ছুরিকাঘাত করে। পরে চিৎকার শুনে দৌড়ে এলে আমার ভাইকে গুলী করে পালিয়ে যায় তারা। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহত সুমনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে তার বড় বোন লাভলী বেগম চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বিষয়টি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে।