দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। এরপর গতকাল যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। এর আগে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
আজ শনিবার তারেক রহমান ভোটার হওয়ার প্রক্রিয়া সারতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন। সেখান থেকে তার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারতের কথা রয়েছে। এই দুটি কর্মসূচি শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।