জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিকের জামিন না দেওয়ায় আপিল বিভাগের প্রতি ক্ষেপে গেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, এ আপিল বিভাগ আওয়ামী লীগের আমলের মতো আচরণ করে যাচ্ছে।

গতকাল সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চে তিনি এমন মন্তব্য করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিকের জামিন শুনানি চলছিলো। শুনানিতে জামিন দেয়ার জন্য আপিল বিভাগকে বার বার চাপ প্রয়োগ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন "ও রিষষ হড়ঃ ধষষড়ি ধহু ংরফব পড়সসবহঃ". এ সময় কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ব্যারিস্টার খোকন বলেন, আগের আওয়ামী লীগের সময় যাকে তাকে ট্যাগ দিয়ে এভাবে জামিন স্থগিত করা হতো। এখনও তাই হচ্ছে। পরে আপিল বিভাগ বলেন, প্লিজ বসেন। এ মামলায় এখন আমরা জামিন দেবো না।

পরে আপিল বিভাগ হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিকের জামিন স্থগিত থাকবে বলে আদেশ দেন। তবে এরপরও কথার লড়াই চালিয়ে যান প্রামাণিকের আইনজীবী। এক পর্যায়ে বিরক্ত হয়ে পাশের দুই বিচারপতির সাথেও কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আদালত সূত্রে জানা যায়, মো. আব্দুল হক প্রামাণিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া ৩টি হত্যা ও ১টি হত্যা চেষ্টা মামলার আসামি।

তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যা চেষ্টা মামলারও আসামি।হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামাণিক দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।

শুনানি শেষে বিচারক দুইটি মামলায় তার জামিন মঞ্জুর করেন এবং অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন।