দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিউর রহমান মোমেন।
গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহাম্মদ তাহকিক, আলী আহাম্মদ মাবরুর, শহীদ মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান), একেএম ইউসুফ-এর ছেলে মাহবুবুর রহমান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, মাসুদ সাঈদী, শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ মোল্লা। জাতীয় সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনেকেই জুলাইয়ের শহীদদের স্মরণ করে ব্যানার ও প্লাকার্ড বহন করেন।
নাজিউর রহমান মোমেন বলেন, যে ফ্যাসিবাদীরা দেশের আলেমদের হত্যা করেছিল তারা আজ কোথায়? আজ তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। জুলাইয়ের ১ বছর হয়ে গেল, এখন পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি। উল্টো দেখা যাচ্ছে ফ্যাসিবাদ আজও চোখ রাঙাচ্ছে, জুলাই বিপ্লবের বীরদের ওপর হাত তুলেছে। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আজ আমরা জামায়াত আমীরের দিকনির্দেশনামূলক বক্তব্য শুনব। যে বক্তব্য ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।
নাজিউর রহমান মোমেন বলেন, যে ফ্যাসিবাদীরা দেশের আলেম-ওলামাদের রক্তে হাত রঞ্জিত করেছিল। তাদের আজ ইতিহাসের দায়ে পালিয়ে যেতে হয়েছে। জাতি আজ চরম সংকটে। এমন সময় প্রয়োজন সঠিক নেতৃত্ব ও সম্মিলিত কণ্ঠস্বর। আমরা আজ অপেক্ষা করছি জামায়াতে ইসলামীর আমীরের দিকনির্দেশনামূলক ভাষণের। যে ভাষণ হবে ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার রূপরেখা।