খুলনায় আদালত চত্বরে সংঘটিত বহলালোচিত জোড়া হত্যাকান্ডের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ইজাজুল হোসেন (৩৫) নামেন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত ইজাজুল শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে র‌্যাব জানিয়েছে । র‌্যাব-৬ সূত্র জানায়, গত ৩০ নভেম্বর দুপুরে খুলনা সার্কিট হাউসের মুল ফটকের সামনে ও আদালতের মূল গেটে আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় দুর্বৃত্তরা ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০)-কে গুলী করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, খুলনা মহানগরীতে সক্রিয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, শক্তিমত্তা প্রদর্শন, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি এবং চাঁদা উত্তোলনকে কেন্দ্র করেই এই জোড়া হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘটনার পরপরই র‌্যাব-৬-এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় খুলনা মহানগরীর পার্শ্ববর্তী রূপসা নদীর অপর পাড়ের আইজগাতি এলাকা থেকে মোহাম্মদ ইজাজুল হোসেনকে গ্রেফতর করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ইজাজুল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোড়া হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া ভিডিও ফুটেজেও তাকে ঘটনাস্থলে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৬।