নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধের পর রাজধানীর পল্টন মোড় ছেড়েছেন তার সংগঠন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস ছুটির সময় ব্যস্ত ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর সন্ধ্যা ৬টার দিকে তারা সড়ক ছেড়ে যান।

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, সন্ধ্যার কিছু আগে গণঅধিকার পরিষদের নেতাকর্মকর্মীরা অবরোধ তুলে নিয়ে পল্টন মোড় ছেড়ে চলে যান। এসময় কোনো সমস্যা হয়নি আমরা সতর্ক ছিলাম। এর আগে ওসি বলেন, তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করায় পল্টন মোড়ের চারদিকের রাস্তার সবকটি বন্ধ হয়ে যায়। পুলিশ দূরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে।

গত ৩০ অগাস্ট সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। এ ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণঅধিকার পরিষদ। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল কর্মসূচি শেষে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে। তাতে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ওই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এর নিন্দা জানায়। সরকারের তরফেও তীব্র নিন্দা জানানো হয়। পরদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় নুরের দলের নেতাকর্মীরা। রাজধানীসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। হামলার ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, ‘শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য’ হওয়ার পর সেনাবাহিনী সেদিন ‘মব ভায়োলেন্স’ ঠেকানোর জন্য বল প্রয়োগে বাধ্য হয়।