'আমি তারে চাই, আজকে দুপুরের মধ্যে' বলেই মানববন্ধনে কান্নায় লুটিয়ে পরেন নিখোঁজ মাওলানা মামুনুর রশিদের স্ত্রী।

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদ গত ৫ দিন থেকে নিখোঁজ।

তার খোঁজ পেতে পরিবার ও স্বজনরা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে মাওলানা মামুনুর রশিদের বাবা জানান, আমি কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। আমার ছেলেকে আমি আমার বুকে ফেরত চাই। গ্রামে থাকতে শুনতাম মানুষ বলতো তোমার ছেলে আন্দোলনে যায় আমি ফোন করে কইতাম, 'বাবা তুই গরিবের সন্তান এগুলায় তুই জড়াইস (জড়িত না হওয়া) না। ঢাকার শহর তুই গুম খুন হইলে তোরে আনার মতো শক্তি নাই বলেই কান্নায় ভেঙে পরেন তিনি।

এ সময়ে তিনি আরো বলেন, বর্তমান সরকার আন্দোলনের ফসল সেই সরকার কী করতেছে বাবা? যেভাবে হোক আমার ছেলেকে আমার বুকে ফেরত চাই।

এসময়ে মামুনুরের স্ত্রী মাদ্রাসা শিক্ষিকা খাদিজা বলেন, স্বামীর সন্ধানের জন্য রাস্তার আসছি। আমি যেন আমার স্বামীকে ফিরে পাই।

এ সময়ে তিনি সকলের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন 'আমি যেন আজকে দুপুরের মধ্যে আমার স্বামীকে ফিরে পাই।'

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মাওলানা মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী খাদিজা বেগম তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাঁচ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।