রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমীর শফিকুর রহমান। বক্তব্যের একপর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমীর। ভিডিওতে দেখা গেছে, বসে দেওয়া বক্তৃতাকালে জামায়াতে আমীরের শরীর থেকে রক্ত নেওয়া হয় ডায়াবেটিস পরীক্ষার জন্য। আবার রক্তচাপও মাপা হয়। কেউ কেউ বক্তৃতা আর না দেওয়ার অনুরোধ করেন। আবার কেউ কেউ পানি পান করার জন্য অনুরোধ করেন। তিনি সেদিকে খেয়াল না করে বক্তৃতা চালিয়ে যান।

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বিকেল পাঁচটার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলের আমির শফিকুর রহমান। ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তার প্রথম প্রমাণ হচ্ছে...।’

এ কথা শেষ করার আগে তিনি পড়ে যান। এ সময় পেছনের মঞ্চে বসে থাকা নেতারা দৌড়ে আসেন এবং জামায়াত আমীরকে ধরে তোলেন। এ সময় মাইকে ঘোষণা করা হয়, আপনারা অবস্থান করুন যার যার জায়গায়। সবাই নিজ নিজ জায়গায় অবস্থান করেন। তিনি আবার দাঁড়িয়ে মাইক্রোফোনের কাছে আসেন এবং বলেন, আলহামদুল্লিাহ শোকরান, আলহামদুলিল্লাহ কাছিরান। সম্মানিত ভাইয়েরা, আমি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি। আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়বো। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে...।

একথা বলা শেষ করতে পারেননি তিনি। দ্বিতীয়বার তিনি অসুস্থ হয়ে নিচে বসে পড়েন। এ সময় মাইকে বলা হয়, আমীরে জামায়াত একটুখানি অসুস্থ হয়ে গেছেন গরমের কারণে। কিন্তু তিনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলেন, তার আর বক্তব্য রাখা ঠিক হবে না।

কিছুক্ষণ পর জামায়াতের আমীর কার্পেটে বসেই তার বক্তৃতা শেষ করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব, ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলাদেশের মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে।

এদিকে গতকাল রাত সাড়ে ৯টার পর শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন বলে দলের পক্ষ থেকে দৈনিক সংগ্রামকে জানানো হয়। তার ডায়াবেটিস এবং রক্তচাপ স্বাভাবিক ছিল বলেও জানানো হয়েছে। এদিকে হাসপাতালে জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমানকে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হাসপাতালে যান। রাজনীতিবিদদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূছ আহমদসহ নেতৃবৃন্দ দেখতে যান।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ৯টা ১৫ মিনিটে ডাক্তার রিলিজ প্রদান করায় তিনি বাসায় চলে গেছেন।