রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, জাপান, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, কুয়েত ও পোপের শোক প্রকাশ করেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো পৃথক বার্তায় এবং নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে পৃথক পৃথক ভাবে এ শোক জানিয়েছে তারা। এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেন, ঘটনায় বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য শিক্ষক মাহরিনের আত্মত্যাগের প্রশংসা করেন। উল্লেখ্য যে, আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৬৫ জন।
যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ: মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যাঁরা আহত হয়েছেন এবং যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।
যুক্তরাজ্যের শোক: দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানানো হয়েছে যুক্তরাজ্যের পক্ষ থেকেও। মঙ্গলবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোকবার্তায় যুক্তরাজ্যের ভারতমহাসাগরবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট বলেন, ‘ঢাকার একটি স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত, যার ফলে অনেক শিশু নিহত হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি আমার সমবেদনা, বিশেষ করে নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারবর্গের জন্য। আর ঢাকার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি উদ্বিগ্ন ও দুঃখিত। আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এবং জরুরি পরিষেবা প্রদানকারীদের প্রতি।’
জাপান: এক শোকবার্তয় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি বলেন, ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। গত সোমবার (২১ জুলাই ২০২৪) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে।
চীন: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। ওয়াং ই চিঠিতে বলেন, ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমি মর্মাহত। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আমি নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, শোকসন্তপ্ত পরিবার, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
মালয়েশিয়ার: গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক। এ মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন মাহরিন চৌধুরী, একজন শিক্ষিক যিনি সাহসিকতার সঙ্গে তার শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং এরপর ধোঁয়া ও আগুনের মধ্যে আরও শিক্ষার্থীকে বাঁচাতে ফিরে যান। তার এ অসীম সাহস ও আত্মত্যাগ কখনো ভোলার নয়। এ শোকের সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে জানাব যে, আমরা প্রত্যেকটি প্রাণহানিতে শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
ঢাকায় জার্মান দূতাবাস: ঢাকায় জার্মান দূতাবাস তাদের এক্স হ্যান্ডলারে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিয়োগান্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস: ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস তাদের ফেসবুক পেজে এ বিয়োগান্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
কুয়েতের শোক: অনাকাক্সিক্ষত এ দুর্ঘটনায় কুয়েত শোক জানিয়েছে। ঢাকার কুয়েত দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২১ জুলাই সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে কুয়েত। বাংলাদেশের মানুষ ও দুর্ঘটনায় শিকার মানুষের পরিবারের প্রতি আন্তরিক শোক ও গভীর সমবেদনা জানিয়েছে দেশটি। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে কুয়েত।
বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় পোপের শোক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। আজ মঙ্গলবার পাঠানো এক টেলিগ্রামে এই শোক জানিয়েছেন তিনি। বার্তায় পোপ বলেন, এ ঘটনা তাঁকে ‘গভীরভাবে মর্মাহত’ করেছে। গত মঙ্গলবার পোপের পাঠানো ওই শোকবার্তায় ভ্যাটিকানের হোলি সি সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের সই রয়েছে। বার্তায় বলা হয়, পোপ লিও ‘নিহতদের সর্বশক্তিমানের করুণাময় ভালোবাসার কাছে সমর্পণ করছেন। শোকবার্তায় বলা হয়, নিহত ব্যক্তিদের ‘শোকাহত পরিবার ও বন্ধুরা যেন সান্ত¡না লাভ করেন এবং আহতরা যেন আরোগ্য ও প্রশান্তি পান, সে জন্য প্রার্থনা করেছেন’ পোপ। বার্তায় আরও বলা হয়, ‘এই মর্মান্তিক ঘটনায় প্রভাবিত সবার এবং সমগ্র স্কুলপরিবারের শান্তি ও শক্তির জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ কামনা করেছেন’ পোপ লিও।