পেট্রো বাংলার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত FSRU তে গত ২ দিন এলএনজি কার্গো berthing করতে না পারায় জাতীয় গ্রিডে RLNG Send out ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যার ফলে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথে berthing শুরু হবে। জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রো বাংলা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।