সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় ঈদ সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার দুপুরে উপজেলার শেরকোল ইউনিয়নের ২নং ওয়ার্ড ভাগনারকান্দি গ্রামে ঈদ উপহার প্রদান করা হয়।
শেরকোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ও আবু বকর শেরকোলী এম.পি ফাউন্ডেশনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ওয়ার্ড জামায়াতের সভাপতি আঃ রশিদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আঃ রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি লোকমান হোসেন মজনু।
মাগুরা : মাগুরার শ্রীপুরে মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শ্রীপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এবং মদনপুর জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় ১শত পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মিয়া আব্দুল মোত্তালেব হোসেনের পুত্র সাংবাদিক জুয়েল রানা।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মদনপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আবু হুরাইরা জামিল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন, মদনপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মোঃ মনোয়ার হোসেন সান্টুসহ অন্যরা।
নড়াইল : নড়াইলে আঞ্জুমান মুফিদুলের পক্ষ থেকে অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় আঞ্জুমান মুফিদুলের শহরের জেলা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো: সামছুর রহমান। আঞ্জুমান মুফিদুল জেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো: জাহাঙ্গীর কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল জেলা কমিটির সাধারন সম্পাদক এমএম মোসলেম উদ্দিন নান্নু, সমাজসেবক কেএম আখতারুজ্জামান ডাবলু।
মনোহরদী : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় নরসিংদী জেলার মনোহরদী পৌরসভা প্রাঙ্গনে পৌর এলাকায় বসবাসরত প্রায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রী বিতরণ করেন মনোহরদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মো: ইসমাইল মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো: আসাদুজ্জামান নূর, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি মো: ইসমাইল হোসেন খান, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, মোসাদ্দেকুর রহমান খান প্রমুখ।
জয়পুরহাট : বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যাগে মঙ্গলবার স্থানীয় আব্বাস আলী খাঁন মিলনায়তনে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহর শাখার আমীর আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ।
শহর নায়বে আমীর মাওলানা সাইদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান প্রধান উজ্জল, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুন, জয়পুরহাট জজ কোর্টের জিপি এ্যাড. সালামত আলী, পিপি এ্যাড. শাহনুর রহমান শাহীন প্রমুখ।
শেরপুর : শেরপুরের জামায়াতে ইসলামীর উদ্দোগে শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে ২৪ শে মার্চ সোমবার শেরপুর শহর জি কে উচ্চ বিদ্যালয় হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, ওই ইফতার মাহফিল আয়োজন করা হয় রাজনৈতিক নেতৃবৃন্দের ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের গণমানুষের নেতা জননেতা জনাব হাফেজ মোঃ রাশেদুল ইসলাম।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ সোমবার বিকাল পাঁচটায় কুমিরা বাস স্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
কুমিরা ইউনিয়ন যুব জামাতের সভাপতি নাজমুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা ইউনিট সদস্য মাওলানা মোশারফ হোসেন, তালা উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হাফেজ শাহ আলম, পাটকেলঘাটা থানার ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম।
নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল মঙ্গলবার বিকালে চক্রলোদী চৌমুহনী রাবেয়া ইসলামীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। হেসাখাল ইউনিয়ন যুবদল নেতা আবুল খায়েরের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিন জসিম।
হেসাখাল ইউনিয়ন ছাত্রদল সাবেক আহবায়ক মরহুম আলী সোহাগের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোহাম্মদ অহিদুল ইসলাম মজুমদার, আলমগীর হোসেন মোল্লা, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপি নেতা সোলায়মান, যুবদল নেতা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক ইসরাফিল, ছাত্রদল নেতা সাকিব পাটোয়ারী।
সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বিশ্বে অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। কুরআন ও সুন্নাহর আলোকে সৎ মানুষের শাসন ব্যবস্থা না থাকার কারণে সারা বিশ্বে আজ অশান্তি বিরাজ করছে। অসৎ লোকের নেতৃত্বের কারণে গোটা সমাজে শান্তি নেই। কুরআন-ই আমাদের শান্তির ঠিকানা। ঈমান আনার পরে কুরআনের আইন কায়েম করা ফরজ। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে নিউমার্কেট চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান শহিদ হাসান, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাষ্টার বদিউজ্জামান, অ্যাডভোকেট আবু তালেব, আমিরুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি, সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেহেরপুর জেলা জামায়াতের ইফতার মাহফিলের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন, সেক্রেটারি ইকবাল হোসাইন, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার। অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম। এ সময় মেহেরপুর সদর উপজেলা বিভিন্ন মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।
মৌলভীবাজার সংবাদদাতা: ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার আয়োজনে সুধী- সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলে মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি ইয়ামির আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমদ রহমান, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, সাংবাদিক এসএম উমেদ আলী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল মুমিত, যুব জামায়াতের পৌর সভাপতি আবু নোমান মুয়িন, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি মো. জিল্লুর রহমান, সাবেক জেলা সভাপতি হাফেজ আলম হোসাইনসহ অনেকে।
নড়াইল : নড়াইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইফতারপূর্ব সামাজিক সমস্যা নিরসনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী। জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো: ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: ইকবাল হোসেন সিকদার, ইসলামী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আকবর হোসাইন, অ্যাডভোকেট মুন্সী শাহীনউল্লাহ মোহন, মোহাদ্দেস সানাউল্লাহ প্রমুখ।
ঝিনাইদহ : ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ আহার রেস্টুরেন্ট হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের শহর সভাপতি মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা শাখার সভাপতি আবিদ হুসাইন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম.এ কবির, দৈনিক নবচিত্র ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রায়হান, ইফতার মাহফিল পরিচালনা করেন ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।
ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী পেশাজীবি সংগঠন। ধুনট আদর্শ হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা জামায়াতে ইসলঅমীর অর্থ সম্পাদক আব্দুল্লাহেল বাকী।
রাজারহাট (কুড়িগ্রাম) : বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে চায়নার বাজারে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজার হাট
উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আঃ খালেক জিহাদি মাওলানা আঃ ছালাম ছাত্র শিবিরের সুজন মিয়া প্রমুখ।
ফটিকছড়ি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এ দল কোনো পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। তিনি বলেন, দেশ-বিদেশী বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিকদের সচেতন থাকতে হবে।
ফটিকছড়ি জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে রমযান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। প্রকৃত সত্য প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিক জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। সাংবাদিক দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেলেও তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।’
পাহাড়তলী : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাহাড়তলী থানার ১২নং প্রশাসনিক সরাইপাড়া ওয়ার্ডের উদ্যোগে মাহে রমযান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী। ওয়ার্ড আমির নুরুল ইসলামের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি এস এম সাইমুম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সেক্রেটারি শামসুজ্জামান হেলালী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম ও এডভোকেট মাহবুব আলম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আহসান উল্লাহ, কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, জাফর উল্যাহ, নাছির উদ্দীন, তাজুল ইসলাম, ইব্রাহিম মীর, লোকমান হোসেন, গিয়াস উদ্দিন হাওলাদার, জসিম উদ্দিন, মাশহুদুল করিম খান, বজলুল করিমসহ আরও অনেক নেতৃবৃন্দ।
গাইবান্ধা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার (পলো শার্ট) বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর ও গোবিন্দগঞ্জ আসনের মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোঃ আবুল হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক শেখ ফরিদ, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল মাহমুদ চিনু, গোবিন্দগঞ্জ পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হাসান সাইদ তালুকদারসহ জামায়াতে ইসলামী উপজেলা, পৌর ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফলবাড়ী উপজেলা শাখার আয়োজনে প্রথম বারের মতো মিডিয়া ব্যাক্তি সুশীলসমাজ ও রাজনৈতিক ব্যাক্তিদের নিয়ে মাহে রমযানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসরের নামাজের পরে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক সাহেব এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় তেলওয়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মহসিন আলী।