"পরিবর্তনের স্থপতি ও বিশ্বকে রূপদানকারী নারী: তোমাদের কারণেই পৃথিবী সমৃদ্ধ হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নারী সম্মেলন।
সম্মেলনে আমেরিকা, অস্ট্রেলিয়া তুরস্ক মালেশিয়ার সহ দশটি দেশ থেকে নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। নারী সমাজের পরিবর্তনের প্রতিনিধিত্বকারী হিসেবে বাংলাদেশে পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
গত শুক্রবার থেকে দুইদিনব্যাপী এই সম্মেলনে আরো যারা অংশ নিচ্ছেন তারা হলেন, লন্ডন থেকে ফ্রিডম ফ্লোটেলায় অংশ নেয়া বাংলাদেশী বংশোদ্ভূত ডা. ফৌজিয়া হাসান, দাতো হাজ্জা মমতাজ, এমডি নাভি মালয়েশিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার লরেন বুথ। এছাড়া বাহরাইন, বসনিয়া,মন্টে নিগ্রো, তুর্কিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমাজ পরিবর্তনের অগ্রগামী ভূমিকায় থাকা নারী প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজক মহিলা শাখা জামায়াতে ইসলামী পাকিস্তান। প্রেসবিজ্ঞপ্তি।