ভোটার তালিকা তৈরি, আপডেট ও ডাটা মাইগ্রেশনের মতো কাজে ভোটারদের ডাটা সাময়িকভাবে লক থাকায় এই সময়ে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল মঙ্গলবার ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম সকল পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটারদের ডাটার ওপর ভোটার লিস্ট জেনারেশন, ভোটার লিস্ট আপডেট, বিভিন্ন রিপোর্ট জেনারেশন, ডাটা মাইগ্রেডেশন, স্টোরেজ আপডেট, সফটওয়্যারের ভার্সন ডেপলয়মেন্টসহ বিভিন্ন কারণে ভোটারদের ডাটা সিস্টেম কর্তৃক লক করা হয় যা সাময়িক সময়ের জন্য।
এতে আর বলা হয়েছে, কোন ভোটার সিস্টেম কর্তৃক লক থাকা অবস্থায় উক্ত ভোটারের সংশোধনের আবেদনের ওপর কোন প্রকার অ্যাকশন না নেওয়ার জন্য সকল পর্যায়ের সংশোধনের আবেদন অনুমোদনকারী কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।