সাংবাদিক নেতা মরহুম রুহুল আমিন গাজীকে নিয়ে তার ছেলে আফনান আবরার আমিনের লেখা বই “রুহুল আমিন গাজী: কারা জীবনের ১৭ মাস” বইয়ের মোড়ক উন্মোচন ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রামাণ্য চিত্রে তার জীবন ও কর্ম সর্ম্পকে ভিডিও উপস্থাপন করা হয়। রুহুল আমিন গাজী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির লেখক ও রুহুল আমীন গাজীর ছেলে আফফান আবরার আমীন। স্বাগত বক্তব্যে আফফান তার বাবার সাথে ঘটা অন্যায় মামলা, জেল ও জুলুমের ব্যাপারে কথা বলেন। একইসাথে রুহুল আমীন গাজীর জেলজীবনের দুঃসহ সময়ের বর্ণনা ও বইটির রচনার প্রেক্ষাপট নিয়ে তিনি আলোচনা করেন।
স্বাগত বক্তব্যের পর রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, সহকারী মহাসচিব বাছির জামাল, সাবেক সভাপতি এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, রুহুল আমিন গাজীর সহধর্মিণী ও রুহুল আমিন গাজীর ছেলে কারাজীবনের ১৭ মাস বইয়ের লেখক আফফান আবরার আমিন, ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, মোদাব্বের হেসেন, মাহবুবুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি হাসনাত করিম পিন্ট, বিএফইউজে দপ্তর সম্পাদক আবু বকর, সাব এডিটরস কাউন্সিলের মনির হোসেন জারিফ। আরো উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছুল আরেফীনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গাজী পেশাজীবী আন্দোলনকে ভীন্নমাত্রায় নিয়ে গেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তার ভূমিকাও ছিলো অনস্বীকার্য। ছিলেন মানবিক মানুষ। স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে ছিলেন আপসহীন। তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি ছিলেন সাহসের প্রতীক।