ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার মসজিদে মসজিদে জুমার নামাযের মোনাজাতে বিশেষ দোয়া করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর মসজিদগুলোতে বাদজুমা এ দোয়া হয়। জুমার নামায শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন খতিব ও ইমামরা। একই সঙ্গে আল্লাহ যাতে তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন-মোনাজাতে এই দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মাহীন জানান, দেশে বর্তমানে প্রায় ৩ লাখ ৬৫ হাজার মসজিদ রয়েছে। এর মধ্যে সাড়ে ৩ লাখ মসজিদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত যোগাযোগ রয়েছে। এসব মসজিদে শহীদ শরিফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও এ উপলক্ষে বিশেষ দোয়া করা হয়।

তিনি আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগেই দেশের সব মসজিদে খতিব ও ইমামদের বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার অনুরোধ জানানো হয়েছিল। তবে মোট কতটি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে, তার চূড়ান্ত সংখ্যা বিকেলের মধ্যে জানা যাবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদী।

এর পরিপ্রেক্ষিতে মধ্যরাতে সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়- জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে শুক্রবার বাদজুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হলো।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়।

ঢাবিতে বিশেষ দোয়া মাহফিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল শুক্রবার বাদমাগরিব কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মাগরিবের নামায শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

শরিফ ওসমান হাদীর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এ উপলক্ষে শনিবার ভিসি ভবনসহ সব হল/হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

মরহুম শরিফ ওসমান হাদীর জানাযার নামায শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জানাযায় অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।