৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রার্থীদের পানিকামান ছুঁড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের প্রায় ৫ ঘণ্টা অবরোধের পর বিকেল সাড়ে ৪টার দিকে পানিকামান ছুঁড়ে ও লাঠিপেটা করে পুলিশ। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
আন্দোলনরত একজন প্রার্থী উপস্থিত সংবাদ মাধ্যমকে বলেন, আমরা যমুনার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা করে। আমি মাথায় আঘাত পেয়েছি। আরও কয়েকজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে যমুনা অভিমুখে পদযাত্রা করে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারীরা। শাহবাগে পুলিশের ব্যারিকেডের মুখে সেখানেই অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেন দাবি মেনে নিতে। তবে পাঁচটার আগেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে আবার জড়ো হন। তারা আবারও যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করবেন বলে জানিয়েছেন একজন আন্দোলনকারী।
স্থানীয় সুত্রগুলো জানায়, গতকাল বিকালে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এসময় সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ লাঠিচার্চ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে সাইন্ড গ্রেনেডও ফাটায় পুলিশ। এসময় ঘণ্টাখানেক ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সন্ধ্যায় আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, তারা এখন থানার সামনে অবস্থান করে বিক্ষোভ করছে। এর আগে সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ধাওয়া ও পাল্টা-ধাওয়ার মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পুলিশ বলছে, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে বিক্ষোভকারীদের হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছেন জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।
এ ঘটনায় আন্দোলনকারীদের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আন্দোলনকারীরা বিকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের হটিয়ে দিলে সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের তথ্য দিয়ে শাহবাগ থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আমরা থানার সামনে ব্যারিকেড দিয়ে রেখেছি। তাদের বোঝানোর চেষ্টা চলছে।
আন্দোলনরতদের একজন বিকালে সাংবাদিকদের বলেন, প্রতিা বিসিএসের সময় লিখিতের জন্য ছয় মাস, আট মাস, দশ মাস এবং ৪৬তম বিসিএসের জন্য ১৫ মাস সময় দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বেলায় দেওয়া হয়েছে দুই মাস। এর মাঝে একটা স্পেশাল বিসিএসের জন্য ২০ দিন সময় চলে গেছে, আমরা মাত্র ৪০ দিন সময় পেয়েছি। আমরা পিএসসিকে বলেছি, আমার ৪০ দিনে পারবো না, আমাদের যেন একটা যৌক্তিক সময় দেওয়া হয়, যাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারি।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা কাল ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
গত ২৮ সেপ্টেম্বর ১০ হাজার ৬৪৪ প্রার্থী উত্তীর্ণ করে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার থেকে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয। ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। প্রথমে গত ৮ অগাস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ৪৩ দিন পিছিয়ে এ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হল।