মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান শায়রুল।

বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসা চলছে।

মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমে বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বেগম জিয়ার সুস্থতায় দেশবাসী কাছে দোয়া চেয়েছেন। একইসাথে তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। টিম প্রয়োজন মনে করলে টেস্ট করছেন। সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন।

খালেদা জিয়া চিকিৎসক টিমের পর্যবেক্ষণে আছেন জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত আরোগ্য লাভের জন্য ম্যাডাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে দলীয় চেয়ারপার্সনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

এর আগে গত রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যে তার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়।

বিএনপি প্রধানের চিকিৎসায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

দোয়া মাহফিল : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার সুস্থতায় ঢাকায় দোয়া মাহফিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সকালে নয়া পল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।এছাড়া জাতীয় প্রেসক্লাবে মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির ভ্ইাস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমরা দোয়া চাইতে এসেছি মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তাহলে আমরা বেঁচে থাকবো। আমরা মনে করি, বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির এখন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। আসুন তার জন্য আমরা সবাই মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন, তিনি যেন আমাদের মাঝে আগের মতো কাজ করতে পারেন, আমাদের জাতীয়বাদী রাজনীতির প্রেরণার উৎস তিনি।।

এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় ভাসানী ভবনে হবে দোয়া মাহফিল। বিএনপির কেন্দ্রীয় দফতর জানায়, সারাদেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দলের চেয়ারপার্সনের আশু সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।