আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ থাকলেও এবার ভিন্ন পরিস্থিতি বিবেচনায় তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর ভোটের তারিখ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্ধারণ করতে পারে ইসি। আগামী রোববার ইসির সভায় এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার একটি রেওয়াজ আছে আমাদের। সেই রেওয়াজ আমরা ভাঙতে চাই না। তবে তফসিল ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আগে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করব এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাব।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন জানান, আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে কমিশন সাক্ষাৎ করবে। এর আগে যেকোনো দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
ইসি সূত্র জানায়, আগামী ৭ ডিসেম্বর রোববার ইসির বৈঠকে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তীতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সম্ভাব্য ভোট গ্রহণের দিন ধার্য্য করা হতে পারে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৭ তারিখে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর যে কোন দিন তফসিল ঘোষণা করা হতে পারে।