রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি গোপন কারখানার সন্ধান পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও সরঞ্জামাদি উদ্ধার করেছে। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ এ অভিযান চালায়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে বিপুলসংখ্যক ককটেল ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে এই ককটেলগুলো তৈরি করছিল। এসব ককটেল রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল।

জানা গেছে, শুধু ১৪ নভেম্বরের এ ঘটনাই নয়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এর আগেও ককটেল তৈরির কারখানা বা ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। অক্টোবর মাসেও সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে ৩২টি তাজা ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল এবং তখন চারজনকে আটক করা হয়।

এ ছাড়া জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনাও ঘটেছে, যেমন ২২ অক্টোবর ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। ককটেল তৈরি এবং এ সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে মাদক কারবারি ও বিভিন্ন গ্রুপের আধিপত্যের বিষয় জড়িত বলেও পূর্বে বিভিন্ন সংবাদে উঠে এসেছে।