মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান স্টিফেন শ্নেক গতকাল সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউএসসিআইআরএফ চেয়ারম্যান দেশের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট সম্পর্কে সরাসরি ধারণা লাভের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে তার বর্তমান সফর সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশে সব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেকের সঙ্গে হওয়া বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলেজিয়াস ফ্রিডম) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টিফেন পররাষ্ট্র উপদেষ্টাকে তাদের প্রধান বার্ষিক প্রতিবেদন এবং বিশেষ প্রতিবেদনসহ এর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। ইউএসসিআইআরএফ চেয়ারম্যানের সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ভুল তথ্য/ভুল তথ্য প্রতিরোধ এবং বাস্তবতার সঠিক চিত্র উপস্থাপনে এ ধরনের সফরের গুরুত্বের ওপর জোর দেন। স্টিফেন পররাষ্ট্র উপদেষ্টার মতামতের সঙ্গে একমত পোষণ করেন। তিনি গঠনমূলক আলোচনা, সংলাপের প্রতি সরকারের উন্মুক্ততা এবং গ্রহণযোগ্যতার প্রশংসা করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা গণতান্ত্রিক সংস্কার, সমতা ও ন্যায়বিচার, জাতি, ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে সকল নাগরিকের জন্য মানবাধিকার সুরক্ষার প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তৌহিদ হোসেন বাংলাদেশের বহুত্ববাদী ধারার কথা পুনর্ব্যক্ত করেন, যেখানে সব ধর্মের মানুষ শত শত বছর ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে।

বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন-উপদেষ্টা মাহফুজ আলম: তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ অঞ্চলে মুসলমান-হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে ধর্মীয় কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হচ্ছে না। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। উপদেষ্টা জানান, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেক, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সিনিয়র পলিসি অ্যানালিস্ট সিমা হাসান উপস্থিত ছিলেন।