আজ ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর আগামীকাল ২৭ ডিসেম্বর, শনিবারও দুটি কর্মসূচি থাকছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করে ভোটার হবেন তিনি।
এ জন্য তারেক রহমান স্বশরীর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কি না, তা জানা যায়নি। এরপর শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণÑঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান।