দৈনিক সংগ্রামের রোটারী মেশিন সহকারী ইউনুস আলম সিদ্দিকী (৭৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার মীরবাগের মীরের টেক দারুস সুন্নাহ আল ইসলামীয়া মহিলা মাদরাসার সামনে সংগ্রামকর্মী ইউনুছ আলম দুর্ঘটনায় পড়েন। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝড়ার শেরাল গ্রামে। তার পিতার নাম মৃত আ: মজিদ খান। তিনি এক স্ত্রী, এক পালকপুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ১০/এ মীরের বাগের বাসা থেকে বের হন ইউনুছ আলম সিদ্দিকী। এ সময় তিনি মীরের টেক দারুস সুন্নাহ আল ইসলামীয়া মহিলা মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান এক্স ট্রেইল জিপ (নং ঢাকা মেট্রো ঘ-১৪-৪৬৮৬) সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ওয়্যারলেস গেটস্থ ঢাকা কমিউনিটি হাসপাতালে, পরে মগবাজারস্থ ইনসাফ বারাকাহ কিডনী হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গাড়িটির চালক দুর্ঘটনার পর পরই কৌশলে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, আটককৃত গাড়িটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। গাড়ির সামনের উইন্ডস্ক্রিনে সরকারের মনোগ্রামসহ এনবিআরের মনোগ্রাম লাগানো আছে। দুর্ঘটনার সময় চালক ছাড়া অন্য কোন আরোহী গাড়িতে ছিলেন কিনা জানা যায়নি। এ ঘটনায় হাতিরঝিল থানায় নিহতের স্ত্রী হাসিনা মমতাজ বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল পূর্ব থানার সাধারণ সম্পাদক ছিলেন ইউনুস আলম সিদ্দিকী। বিকাল ৪টায় দৈনিক সংগ্রাম কার্যালয়ে তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে স্বজনরা গ্রামের বাড়িতে গেছেন। সেখানে দ্বিতীয় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

দৈনিক সংগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত নামাযে জানাযায় ইমামতি করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ। জানাযা পূর্বমুহূর্তে সকলের উদ্দেশ্যে কথা বলে দৈনিক সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান ও বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আবদুর রব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বার্তা সম্পাদক সাদাত হোসাইন, চীফ রিপোর্টার সামছুল আরেফীন, দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোঃ আবুল হোসাইন চৌধুরী, শ্রমিকল্যাণ ফেডারেশনের হাতিরঝিল অঞ্চল পরিচালক সুলতান মাহমুদ, মহানগরী উত্তরের শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা আমীর মোঃ ইউছুফ আলী মোল্লা, থানা সেক্রেটারি মোঃ রাশেদুল ইসলাম, হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট জিল্লুর রহমান আজমী, থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, শ্রমিককল্যাণ হাতিরঝিল পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ সরদারসহ স্থানীয় থানা, মহানগরী ও কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দৈনিক সংগ্রাম ও আল ফালাহার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।