তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে বৃষ্টিবলয় ‘রিমঝিম’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ জুন থেকে দেশের উপকূল হয়ে প্রবেশ করে এই মৌসুমি বৃষ্টিবলয় ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করতে পারে। বিডব্লিউওটি এর ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, এটি চলতি বছরের ষষ্ঠতম এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়। ‘রিমঝিম’-এর প্রভাবে দেশের প্রায় সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও রংপুর বিভাগেও বৃষ্টির প্রবণতা থাকবে বেশি। তুলনামূলকভাবে খুলনা ও রাজশাহী বিভাগে এর প্রভাব কিছুটা কম হলেও উল্লেখযোগ্য থাকবে।

নিচু এলাকায় পানি জমে সিলেট, চট্টগ্রাম ও রংপুরে বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিডব্লিউওটি। এছাড়া বজ্রপাতের আশঙ্কা থাকলেও বড় ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং সাগর থাকবে কিছুটা উত্তাল।