দেশের কৃষকদের নিকট মানসম্পন্ন নন-ইউরিয়া সার সরবরাহপূর্বক নিরাপদ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদানির কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থ বছরে মরক্কো হতে ৬.৩০ লক্ষ মে.টন টিএসপি ও ৪.৮০ লক্ষ মে.টন ডিএপি সার আমদানি করতে যাচ্ছে। গত বুধবার মরক্কোর বন্দর নগরী কাসাব্লাঙ্কায় বিএডিসি এবং ওসিপি নিউট্টিগ্রুপস এর মধ্যে চুক্তি নবায়ন করা হয়। চুক্তিতে বিএডিসি’র পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান। এ সময় কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ দুই দেশের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।