চলতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান তিন দিনব্যাপী কুমিল্লার দৌলতপুরে অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় কবির স্মৃতিবিজড়িত ঢাকা, ময়মনসিংহের ত্রিশাল, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জন্মবার্ষিকী উদ্যাপিত হবে। চট্টগ্রামে নজরুল মেলা, নজরুল বিষয়ক আলোচনা ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জন্মবার্ষিকী আয়োজিত হবে। দৌলতপুরে মূল অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তৃতা করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। এবার জন্মবার্ষিকীর প্রতিপাদ্য ‘দু’হাজার চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার।’ আগামী ২৫ মে সকালে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও সচিব ঢাকায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে ঢাকায় সকল সড়কদ্বীপে এবং অন্যান্য জেলায় জাতীয় কবির ছবি, কবিতা, পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন করা হবে।