ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, কেবলমাত্র ‘ইসলামী সমাজ’ প্রতিষ্ঠাই পারে সমাজের দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের শৃঙ্খল ভেঙে একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানা উত্তর জামায়াতের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, শিক্ষকরা সমাজের নৈতিক দিকনির্দেশক। তাদের আদর্শ, সৎচেতনা ও দায়িত্ববোধ নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে এগিয়ে নেয়। এসময় অনুপ্রেরণায় ভরপুর উপস্থিত সকলকে একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ নির্মাণে নতুন অঙ্গীকারে উজ্জীবিত করে।

তিনি আরো বলেন, আমাদের দেশে নলেজ বেইজড শিক্ষা ব্যবস্থা না থাকার কারণেই শিক্ষার্থীদের ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। যার কারণে যুবকদের মাঝে বিভিন্ন প্রকার দুশ্চিন্তা ও হতাশা কাজ করে। আর এই হতাশা ও দুশ্চিন্তা থেকেই তৈরি হয় কিশোর গ্যাং। তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে একটি নলেজ বেইজড শিক্ষা ব্যবস্থা ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবাসহ সুন্দর একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। কেবলমাত্র ইসলামী সমাজ ব্যবস্থাই নারীদের সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। দিয়েছেন ইজ্জত, আবরুরের সর্বোচ্চ নিরাপত্তা।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও মোহাম্মদপুর থানা উত্তরের আমীর মোঃ আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ শফিউর রহমান, অ্যাডভোকেট আযহার মুন্সী, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোস্তাক আহমেদ মাহবুবসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।