হিফজুল কুরআন অনলাইন ইনস্টিটিউট আয়োজিত প্রীতিমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করেছে প্রাণবন্ত ও অর্থবহ।

WhatsApp Image 2025-10-26 at 12.33.30_097e652e

অনুষ্ঠানের শুরুতে দারস পেশ করেন- হাফিজা ফতেমা।

এরপর পবিত্র কুরআনের উপর নির্মিত একটা ডকুমেন্টারি প্রদর্শিত হয়। যার তথ‍্যের উপর ভিত্তি করে অনলাইনে কুইজ প্রতিযোগিতা নেওয়া হয় যা দশর্কদের কাছে খুব ভালো লেগেছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো উস্তাজা ও হাফিজা সংবর্ধনা পর্ব।

উস্তাজা সংবর্ধনা পর্বে সংবর্ধনা প্রদান করেন নুরুন্নিসা সিদ্দিকা ও হাফিজা ফাতেমা সুলতানা।

এই সময় স্টেজে হিফজুল কুরআন অনলাইন ইনিস্টিটিউটের উস্তাজারা উপস্থিত ছিলেন—

হাফিজা শাহীনা আক্তার, হাফিজা মাকসুরা মারদিয়া, হাফিজা আফসানা মাসুম, হাফিজা গাজী শামসুন্নাহার, হাফিজা খাদিজাতুল কোবরা, মোয়াল্লিমা রহীমা আক্তার ও মারিয়াম রুম্মানা।

এরপর আল কুরআনের দাবী আমাদের অবস্থান ও করনীয় এ বিষয়ে বক্তব্য রাখেন

প্রফেসর শামীমা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, সমাজ কর্ম বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

“আল কুরআনের মিরাকল” বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর তাহমিনা ইয়াসমিন, ভাইস প্রিন্সিপাল, মানারাত ঢাকা।

WhatsApp Image 2025-10-26 at 12.33.29_7784bd6b

আরেকটি আকর্ষণীয় পর্ব ছিলো হাফিজা সংবর্ধনা।এ পর্বে সংবর্ধনা প্রদান করেন প্রফেসর ড. নাঈমা মোয়াজ্জেম ও ড. জয়নব এম. ডি. সিদ্দিকুর রহমান, এসোসিয়েট প্রফেসর, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।

এই পর্বে স্টেজে আসেন হাফিজাগণ—

হাফিজা আফরা আল গালিবা, হাফিজা মীর মুমতাজা ফেরদৌস, হাফিজা মারিয়া আজিমি, হাফিজা আসিফা বিনতে আরশাদ, হাফিজা যয়নব বিনতে হোসাইন, হাফিজা সিরাজাম মুনিরা ফারিহা, হাফিজা তাকিয়া মেহজাবিন আব্দুল্লাহ, হাফিজা ফাতেমা আলম তাকওয়া, হাফিজা মুতহহারা হাফসা, হাফিজা হাফসা বিনতে আনোয়ার, হাফিজা আয়েশা আরীবা, হাফিজা আকিফা ইসলাম, হাফিজা কামরুন্নাহার মীম এবং হাফিজা খুলাইবা রহমান খুশবু।

হাফিজাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন নুরুন্নিসা সিদ্দিকা, সেক্রেটারি, মহিলা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরবর্তী পর্বে হিফজ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুরস্কার প্রদান করেন প্রফেসর ড. নাঈমা মোয়াজ্জেম, সাবেক বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রফেসর ড. নাঈমা মোয়াজ্জেম হাফিজা দের মযার্দার কথা তুলে ধরে তাদেরকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হিফাজুল কুরআন অনলাইন ইনিস্টিটিউটের ফাউন্ডার আখি ফেরদৌসী।তিনি হিফজুল কুরআন অনলাইন ইনস্টিটিউটের এই আয়োজন ইসলাম, জ্ঞান ও নৈতিকতার আলোকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

WhatsApp Image 2025-10-26 at 12.33.29_bffec398

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো তেলাওয়াত, নাশিদ ও সাংস্কৃতিক পরিবেশনা। রিদওয়ান, জাইমা নূর, নুসাইবা নিসা, রাহী, নাবিহা নূর সাওদা,এবং নুসরাতের কণ্ঠে পরিবেশিত নাশিদ সমূহ দর্শকদের মন কেড়ে নেয়। জাইমা নূরের দলের পনের মিনিট ব্যাপী মেশাপের মনোমুগ্ধকর পরিবেশনা ছিলো অতুলনীয় ও ব্যতিক্রমী।আগত দর্শনার্থীদের অনুভূতি ছিলো তারা এ ধরনের আয়োজন আরো দেখতে চায়। ইসলামী সাংস্কৃতির প্রসারে এ ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানান।