বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, প্রশাসক, সমাজসেবক ও সাহিত্যিক কাজী ফজলুর রহমান গত শনিবার রাত আনুমানিক ১১টায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৩ বছর।
তিনি দেশের প্রথম কেয়ারটেকার সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে রাষ্ট্র পরিচালনায় প্রজ্ঞা, সততা ও নিরপেক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। স্বাধীনতা–উত্তর বাংলাদেশে পর্যায়ক্রমে তিনি পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে সচিব এবং সর্বশেষ ক্যাবিনেট সচিবের জ্যেষ্ঠতা ও মর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সমাজসেবার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য; রাডডা এমসিএইচ–এফপি সেন্টারের প্রতিষ্ঠালগ্ন থেকে চেয়ারপার্সন হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম একটি সুদৃঢ় ও প্রশংসনীয় ভিত্তি লাভ করে। সাহিত্যচর্চায় আজীবন নিবেদিত এই গুণীজনের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে তিনটি উপন্যাস, ছয়টি বাংলা গল্পগ্রন্থ, একটি ইংরেজি গল্পগ্রন্থ এবং পাঁচ খণ্ডের দিনলিপি। তাঁর মৃত্যূতে দেশ একজন প্রজ্ঞাবান ও আদর্শবান অভিভাবক হারাল। তাঁর কর্মময় জীবন, চিন্তাধারা ও নৈতিক অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। জাতি তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। প্রেসবিজ্ঞপ্তি।