রাষ্ট্রীয় মালিকানাধীন ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি ( ডেসকো ) ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (ত্রৈমাসিক) আটান্ন কোটি বত্রিশ লক্ষ তেরো হাজার একশত পঁচাত্তর ( ৫৮৩২১৩১৭৫.০০) টাকা মুনাফা করেছে। বিগত কয়েক বছর ধরে কোম্পানিটি লোকসান গুণতে গুণতে অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকের কাছে ইমেজ সংকটে পড়ে গিয়েছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা এবং বিদ্যুৎ সচিবের নির্দেশনা মোতাবেক বর্তমান ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ রফিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াচ্ছে। ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ) ডেসকো’র সকল বোর্ড মেম্বারদের সঙ্গে পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত করায় আজ ডেসকো লাভের মুখ দেখছে। ১২ নভেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যা ০৬:০০ টায় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) পরিচালনা পর্ষদের ৫১৮ তম সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রথম প্রান্তিকে ডেসকো মুনাফা করায় ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বোর্ড সদস্যসহ ডেসকো’র সকল কর্মকর্তা-কর্মচারীদের সাধুবাদ জানান।
সভায় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ), পরিচালনা পর্ষদের পরিচালকগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ডেসকো’র আরো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসবিজ্ঞপ্তি।