রাজধানীর আজিমপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের এক ছাত্রদল কর্মীসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে লালবাগ থানায় সোপর্দ করে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, সেনাবাহিনী চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।
আটক ব্যক্তিদের মধ্যে একজন ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
স্থানীয় সূত্রে জানা যায়, ইডেন কলেজের সামনের এলাকায় কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতে যান তারা। ব্যবসায়ীদের অভিযোগের পর এক পর্যায়ে তাদের ধরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সোমবার আবারও তারা একই এলাকায় গিয়ে অভিযোগকারী ব্যবসায়ীদের মারধর করে চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে।