চীন-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গত বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটন-এ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন।

এ সময় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা এটিএম মা'ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান), কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম প্রমুখ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, কূটনীতিক অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বক্তারা বলেন, চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের মানুষের কল্যাণ, পারস্পরিক বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।