পবিত্র মাহে রামাদান উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত শিশুদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস, সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, বিশিষ্ট গীতিকার,সুরকার,শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুর, ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লি এর এমডি ডিএম এমদাদুল হক, ইউকের ম্যাসেজ কালচারাল গ্রুপ এর উপদেষ্টা ড.মনোয়ার হোসাইন, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল ।
গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি মাহে রমজানেন ২৯ তারিখ সন্ধ্যা ৬.৩০ মিনিটে । অনুষ্ঠানটি আকিজ প্লাস্টিকস নিবেদিত ও পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লি: । এই অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি- রিচম্যান-লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইবনে সিনা।
জিনিয়াস কিডস, সিজন-৩ অনুষ্ঠানটি শিশু-কিশোর অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন প্রজন্মকে জ্ঞান চর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠানটি দারুণভাবে ভূমিকা পালন করছে বলে মতামত প্রকাশ করে অতিথিবৃন্দ। প্রতিযোগিতাটি রমজানে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জিটিভি ও একই সাথে বাংলাদেশের প্রথম শিশুতোষ আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভিদর ওয়েবসাইট নিজস্ব পেইজ, ও ইউটিউবেও দেখা যাবে। আব্দুল্লাহিল কাফির পরিচালনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আহসান হাবীব খান।
সারাদেশ থেকে আসা দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এই প্রতিযোগিতায়। ১৭ জানুয়ারি রাজধানী ঢাকার গুলশানস্থ মানারাত ঢাকা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা অঞ্চলের সিলেকশন রাউন্ড সম্পন্ন হয়।
এর উদ্বোধন করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ। এর আগে ১৪ ও ১৫ জানুয়ারি সারাদেশ থেকে অনলাইনে সিলেকশন রাউন্ড সম্পন্ন করা হয়। সর্বমোট ২৮টি টিমকে টেলিভিশন রাউন্ডের জন্য বাছাই করা হয়।
এবার চ্যাম্পিয়ন টিমের প্রাইজ মানি হচ্ছে ১ লক্ষ টাকা ও রানার আপ টিমের পঞ্চাশ হাজার, ২য় রানারআপ ৪০ হাজার ও ৪র্থ ৩০ হাজার টাকা, নম্বরের ভিত্তিতে ১০ স্থান পর্যন্ত সবাইকে নগদ ১০হাজার টাকা, সাথে সার্টিফিকেট ও গীফট আইটেম দেয়া হয়৷
সেমিফাইনালে উঠে আসা ৪টি টিম হলো ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, বিএএফ শাহীন কলেজ, বরিশালের ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল ও ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা।