শিক্ষকদের দাবি আদায়ে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। গতকাল সোমবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা জেলা, ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ৭ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

দাবিগুলো হলো- বাড়ি ভাড়া ৪৫% দিতে হবে।চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে।শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করতে হবে। নন-এমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। স্বৈরাচারী সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীমের নেতৃত্ব ১০ সদস্যের এক প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, বাআশিফ ঢাকা জেলার সভাপতি মো: তৌহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তররের সভাপতি মাস্টার শহিদুল্লাহ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সেক্রেটারি ড. মাওলানা আব্দুস সবুর মাতাব্বুর, কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি আজম কামাল হোসাইন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।

ডিসির সাথে সাক্ষাৎ পরবর্তী ব্রিফিং এ অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, আলহামদুলিল্লাহ! সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তরিকতার সাথে ডিসি মহাদয়ের সাথে আামদের সাক্ষাৎ হয়েছে। তিনি আমাদের দাবিগুলো মনোযোগসহকারে শুনেছেন এবং আমাদের উত্থাপিত শিক্ষকদের ৭ দফা দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন।