রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে মো. সাইদুল বাশার সীমান্ত (২৪) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিজ ইসলাম (২৫) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খিলগাঁওয়ের সিপাহীবাগ ভুঁইয়াপাড়া এলাকায় নিহত সাইদুল বাশার সীমান্ত মিরপুর কমার্স কলেজের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন। পরিবারের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার গত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত সীমান্ত মানিকগঞ্জ সদরের বালুটেক গ্রামের মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। বর্তমানে সবুজবাগের ভুঁইয়া পাড়ায় থাকতেন। নিহত সীমান্তের মা তাহেরা খাতুন জানান, পারিবারিক কলহের জেরে সীমান্ত কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পার হলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখি সীমান্ত সিলিং ফ্যানের সঙ্গে তার পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিতে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. পরিদর্শক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছিল। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।
এদিকে রাজধানীর ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিজ ইসলাম নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। গাড়ি ওয়াশ করার সময় অসাবধানতাবশত মোটরের সুইচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত প্রাইভেট কার চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিজ ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামের আমির হোসেনের ছেলে। বর্তমানে ধানমন্ডির একটি বাসার প্রাইভেট কারের চালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আলামিন জানান, রফিজ ভাই সকালের দিকে বাড়ির নিচে প্রাইভেট কার ওয়াশ করার জন্য মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান রফিজ ভাই আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।