ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের আধুনিক ভূমিসেবা প্রদানে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৪–২০২৫ অর্থবছরের শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার নির্বাচিত হয়েছেন। সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মাঠ পর্যায়ে ভূমিসেবা প্রদানে কর্মকৃতি-ভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে সর্বোচ্চ রেটিং অর্জন করেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে নামজারি সিস্টেমের অটোমেটেড ভার্সন ২.১ সারাদেশে একযোগে উদ্বোধন করা হয়। একই সঙ্গে ভূমিসেবা মোবাইল অ্যাপের আপডেট সংস্করণ উন্মোচন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীদের কর্মকৃতি-ভিত্তিক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লেইলার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে প্রদত্ত সনদপত্রে স্বাক্ষর করেছেন— অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সনদে উল্লেখ করা হয়েছে— “শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা—অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমি সেবা প্রদান কার্যক্রম মূল্যায়নে ২০২৪–২০২৫ অর্থবছরে বিভাগীয় কমিশনার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
ভূমি মন্ত্রণালয় তার সার্বিক মঙ্গল ও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেছে।
উল্লেখ্য, শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সুনামের সাথে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রধান চালিকাশক্তি হিসেবে প্রশংসিত হচ্ছেন।