মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে দলীয় সকল স্তরের নেতা-কর্মী সহ সমাজের বিত্তবান ও সক্ষম মানুষদের সর্বশক্তি নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর আইসিএস স্কুল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত উত্তরার দিয়াবাড়ীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিবুল্লাহ ও জামাল উদ্দিন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, মহানগরীর মজলিশে শূরা সদস্য মাহবুবুল আলম, এডভোকেট ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, হাসনাইন আহমেদ, গাজী মনির হোসাইন, আবু বকর সিদ্দিক ও ইসরাইল হোসেন প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি আদর্শবাদী, গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে আমরা সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। যেকোন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় আমরা দুর্গত মানুষের দুর্দশা লাগবে সাধ্যমত এগিয়ে এসেছি। উত্তরার দিয়াবাড়ীতে বিমান দুর্ঘটনার পর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ তাদের নির্ধারিত কর্মসূচি স্থগিত করে দুর্ঘটনা স্থল এবং জাতীয় বার্ন ইউনিট পরিদর্শন করে আহত চিকিৎসাধীন এবং তাদের স্বজনদের সাথে একান্তে কথা বলেছেন। একই সাথে নিহত পরিবার এবং আহতদের কল্যাণে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। চিকিৎসাধীনদের জন্য অর্থ ও চিকিৎসক দলও পাঠানো হয়েছে। ঢাকা মহানগরী উত্তর জামায়াত কর্মীরা উদ্ধার অভিযানে সহায়তা, রক্ত দান, হাসপাতালে নিয়ে যাওয়াসহ নিজেদের সামর্থ উজার করে দিয়ে দুর্গতদের জন্য সম্ভব সবকিছুই করছে।
তিনি বলেন, উত্তরা দিয়াবাড়ীতে মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিই শোকাভিভূত ও মর্মাহত। কিন্তু দুর্ঘটনা দুর্ঘনায়। এক্ষেত্রে কারো হাত নেই। তাই বিপদে আমাদেরকে ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কোন অবস্থায় মানসিকভাবে ভেঙে পরলে চলবে না। তিনি বিমান দুর্ঘটনায় নিহতদের শহীদ হিসাবে কবুল ও আহতদের আশু আরোগ্য কামনা মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। একই সাথে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহানগরী আমীর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করে পরিবারের সাথে সাক্ষাৎ এবং প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তির আহবান এবং তা চলমান রাখারও ঘোষণা দেন। প্রেসবিজ্ঞপ্তি।