ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গতকাল সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরী সভায় উদ্বোধনী বক্তব্যে বলেছেন, বাংলাদেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবি বাংলাদেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। সেই দাবি আদায়ে আগামী ২৮ জুন ঢাকায় গণজোয়ার সৃষ্টি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পীর সাহেব চরমোনাই বলেন, আগামী ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিকে সামনে রেখে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐকমত্য রয়েছে এমন সকল রাজনৈতিক দল একসাথে একমঞ্চে যৌথ ঘোষণায় জাতিকে আশ্বস্ত করবে ইনশাআল্লাহ; ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষে কাজ করে যাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাংলাদেশকে ভারতের কব্জা থেকে বের করতে এবং আগামীতেও ভারতের আধিপত্য প্রতিরোধে এখনই বাংলাদেশপন্থী সকল দল-মত ও পথের জনতাকে এক কাতারে আসতে হবে। তারই একটি প্রতিফলন হবে ২৮ জুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর দেশের সকল ধারার সকলকে দলমত নির্বিশেষে আমন্ত্রণ জানিয়ে বলেন, ২৮ জুন সকলে ঢাকায় আসুন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করে দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে আরেকটি গণজোয়ার তৈরি করি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, শাহ ইফতেখার তারিক, মাওলানা খলিলুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মনসুর আহমাদ সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আব্দুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা কেফায়েত উল্লাহ কাশফি, এডভোকেট শওকত আলী হাওলাদার, অধ্যাপক নাসির উদ্দিন খান, হাজি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ডাক্তার শহিদুল ইসলাম, হাজী মনির, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, এডভোকেট হাসিবুল ইসলাম, জ্বি এম রুহুল আমীন, আলহাজ্ব আবুল কাসেম, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, জনাব জয়নাল আবেদিন, জান্নাতুল ইসলাম, অধ্যাপক ডাক্তার আক্কাস আলী সরকার এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। প্রেস বিজ্ঞপ্তি।